এরপরেও কি আর বলবে, রাত হতে আছে ঢের বাকী?
গাইবে শ্রুতমধুর সাফাই, দেবে নিজেকেই নিজে ফাঁকি!
পাখিদের কলতান, মাঝির গান
আগেরই সমান সে নদী বহমান;
দূর হবে অলীক ভীতি, ধীরে ধীরে মেঘমালা গলবে
প্রশান্তির বর্ষণ ভিজাবে মন, এরপরেও কি আর বলবে?
দমকা বাতাস, ঝড়ের আভাস মিলেছিল বেশ ভোরে
আধোজাগা তুমি নিদ্রিত হলে স্ব খেয়ালে নড়ে চড়ে ।
কোথায় বজ্রপাত, গেছে কি তবে দৃষ্টি ?
নয় ঝড়, এ যে সামান্য মৌসুমি বৃষ্টি;
কেন কলরব? থেমে যাবে সব, সময় যত চলবে
কী দরকার আতঙ্কিত হবার, এরপরেও কি বলবে?