ক্ষতি কী তাতে যদি মধুর অতীতে
নিখোঁজ হলে মন পরম প্রীতিতে?
কাটতে না চায় যদি উদাসীন দিন
মুখকমল হয়ে ওঠে নিত্য মলিন?
যদি পারে এনে দিতে মুখভরা হাসি
বাতাসে সুবাস মেশায় পুষ্পপল্লবরাশি,
আনমনে যদি হয় মন চনমনে
ক্ষতি কী তাতে মগ্ন হতে তার স্মরণে?
দিন কি রাতশেষে স্বপ্নের পথঘেঁষে
দিব্য স্মৃতিকোষ মেলে যদি অবশেষে,
ভেসে আসে যদি তোমার শিঞ্জনধ্বনি
ছুঁয়ে দিয়ে যায় হঠাৎ কনকাঞ্চলখানি?
স্বপ্নের আলোড়নে কোথাও পড়লে মনে
জমলে জমুক অশ্রু, ও চোখের দু’ কোনে;
তাতে তো আর বুঝি হবে না জানাজানি
তাতে তো আর তোমার হবে না মানহানি?
অতীতের সেরা ক্ষণ স্মৃতি করে ধারণ
তিলে তিলে গেঁথে রাখে করে না অশরণ,
করলে মন অবগাহন স্মৃতিতে নিভৃতে
মন হাসে যদি এটুকুতে, ক্ষতি কী তাতে?
(বিঃ দ্রঃ- কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ''বাতায়ন পাশে গুবাক তরুর সারি" হতে অনুপ্রাণিত।)