আর একটু সময় না হয় পাশে থাকতে!
নির্বাক চোখপানে সবাক চিত্র আঁকতে...
ঊর্ধ্বে নীলাকাশ, নিচে ছায়ানিবিড়কুঞ্জবন
অনুভবে হতো কথা, অনুভবেই আলোড়ন ।
শান্তসমাহিত এই মধুময় অমিত ক্ষণ
দীপমালার উজালায় আলোকিত নিকেতন,
তোমার পরশে আরো উজালা করে রাখতে!
আর একটু সময় না হয় পাশে থাকতে!
করে দিলো নিষ্প্রাণ, তোমার এ তিরোধান
শাশ্বত শোচনায় নিরাবেগ অবদান;
ফুল তো ফুটেই আছে, সুগন্ধ গেছে মিলায়ে
যদি আরো দিতে বর্ণবলয়ের প্রভা বিলায়ে ;
তবে এ জলাধার হতো আরো পুষ্পসার
চলতো মেঘমালার কিলকিঞ্চিত অভিসার ।
চাঁদের আলোতে না হয় মুখখানিই ঢেকে রাখতে –
তুমি আর একটু সময় না হয় পাশে থাকতে!