থাক্ না হয় সেইসব কথা এতদিনের পর
কোথায় গেছে ছেলেবেলা, কোথায় খেলাঘর !
বলো তুমি শুনবো আমি, শুনবো তোমার গল্প
কমবে তবু দুঃখগুলো না হয় খানিক অল্প ।
জমুক না হয় চোখের কোণে দু’ চার ফোটা জল
সব ভুলে আজ না হয় হবে হৃদয়টা উতল !
ভুলে গেলেও যেতে পারো হয়ত মনের ভুলে
শুকনো বকুল শুকিয়ে আকুল তবুও রেখেছি তুলে ।
কোথায় কতো নাম করেছ, কোথায় বেঁধেছ ঘর !
থাক্ না হয় সেইসব কথা এতদিনের পর ।
গোপনে গোপনে রেখেছি যতনে যত্নের খেলাঘর
তেমন করেই ভেবেছি আপন স্বপ্নেতে রাতভর;
কি হল তোমার, বলছো না যে, রয়েছ কেন চুপ ?
তোমারও কি মনে পুড়ছে তবে যন্ত্রণার ধূপ ?
পুবাল বাতাসে স্মৃতির আবাসে তুমিই করেছো বাস
চন্দ্র উঠায়, জোয়ার ভাঁটায় পারেনি করতে গ্রাস ।
সাথীহারা ঐ সন্ধ্যাতারা, মেঘে ঢাকা মনপাড়া
বিষাদের স্বাদে ভরেছে প্রাসাদ, জীবনসঙ্গী ছাড়া
কতোটা আপন ছিলে গো তুমি, এখন কতোটা পর !
থাক্ না হয় সেইসব কথা এতদিনের পর ।