যা কিছু চেয়ে দেখছি গো আজ লাগছে কতো নূতন !
লাগছে পর নিজের ঘর স্মৃতিগুলো অচেতন;
গোপন হলো আপন পুলক তিলকের আবরণে
দুঃখ ব্যথার লুকানো কথা কে কয় জনে জনে ?
বন্ধন বাঁধে চির ধরেছে নড়বড়ে প্রেম নীড়
সোহাগ বিরাগ কোথা হারালো দম্ভ করলো ভিড় ।
অভিমানী মন মানে না বারণ জানে না কোন কারণ
কিসের জন্য জগত ধন্য ধূমাকার সাজ ধারণ !
গোপনে চারণ সাজানো কাননে দূর হতে দর্শন
নকল হাসি রাশি রাশি আর চোখ ভরা বর্ষণ;
জানতো কে আর আসবে আঁধার দিনের ডানায় চড়ে
সুখের মহল মমতা অতল নিমেষেই যাবে উড়ে !
ধূয়মান আজ মনের বাগান ফুলগুলো গেছে ঝরে
শুকনো বাতাস গাঢ় নীলাকাশ শূন্যতায় আছে ভরে;
ভাঙবেই যদি ভঙ্গুর মন কেন তবু জ্বালাতন ?
মন জানে কার কি যে হাহাকার বিতৃষ্ণা সারাক্ষণ !
বেদনার বেদি জ্বলবে অনাদি যাতনার ধূপ গলে
যাই দেখি আজ অচেনার সাজ নূতনের ছায়াতলে ।
ছন্দঃ স্বরবৃত্ত
পর্ব বিন্যাসঃ ৪+৪+৪+২