তবে এবার না হয় করে দাও প্রশমন,
চড়া সুরে বেজে ওঠা মনের ভেতরে –
তূর্যনিনাদের লীলাচঞ্চল অনুরণন ।
পতনপ্রবণ ধূলিরাশিগুলো আজ দেউলিয়ার পথে
মানুষ মুখচিত্রে ঢেকে আছে পশুমনের হিংস্র আচরণ !
কতদিন আর চোখ রাখবে বন্ধ; ও প্রাণপ্রিয় বন্ধু ?
কতদিন আর চূর্ণকুণ্ডলে লেপন করবে গোধুমচূর্ণ ?
যদি অপরিমিত কৈফিয়তের ম্রিয়মাণ পদচারণায়
কোমল ঠোঁটে কেঁদে ওঠে...
সদ্যজাত হরিণশিশু !
যদি জয়োল্লাসের ক্ষণদ্যুতি রহিত করে চলচ্ছক্তি
উদরাধ্মানের লক্ষণ দেখা দেয় –
অপুষ্টিকর অভিভাবনে !
সেদিনও কি থাকবে এমনই ভাবলেশহীন আগুনের শীষ হয়ে ?
সেদিনও কি থাকবে এমনই আলোকিত সরনিতে
আঁধারের মশাল হাতে নিয়ে দাঁড়িয়ে ?
অনেক তো হলো বেলা হেত্বাভাসের খেলায়
কেটে গেলো জীবনচক্র নীরবে অদরকারী জ্বালায় ।
দেবে কি এবার ও বন্ধু একটু সুসমাচারের সঙ্কেতশিখা;
দেবে কি একটু আলোড়িত করে –
এ আঁধারে ঘেরা আলোর অধিসরণি ?
ছড়িয়ে পড়ুক ছত্রে ছত্রে পীতাভ কলহংসের প্রতিপ্রভা
জেগে উঠুক নিরন্তর সুস্থ অরণ্য চিরসবুজ প্রান্তরে
বিস্মৃত হোক বিকৃত মনের ধূলিরাশি তার আপন ঠিকানা;
তরুণ গ্রীষ্মের ঝলমলে দ্বিপ্রহরে...
বিবেকের জানালায় যেন না ভরে আর হিংস্রতার নীহারকণা ।
শব্দার্থঃ
পতনপ্রবণ - ভ্রমপ্রবণ
চূর্ণকুণ্ডল - কেশগুচ্ছ
গোধুমচূর্ণ - ময়দা/আটা
চলচ্ছক্তি - চলার শক্তি
উদরাধ্মান - পেট ফাঁপা রোগ
অভিভাবন - পরামর্শ/উপদেশ
হেত্বাভাস - ভুল বা মিথ্যা যুক্তি বা বিশ্বাস
অধিসরণি - Flyover
প্রতিপ্রভা - প্রভার প্রতিফলন