না বলার যত ব্যথা, জানিয়ে দিলাম যথাতথা
বলার কথাগুলোই কেবল, হলো না বলা বটে;
কেন এমন যায় ঘটে, এ জগত সংসার তটে ?
অকাল বলি কতো সাধের কলির, শত বাঁধার কপাটে
শ্রম ক্ষরণ যাদের কারণ, ভ্রম ক্ষুধার সুধা সদন
সুখের কেনাবেচা দুখের হাটে, অবশেষে রৌদ্রের রোদন !
বৃষ্টির কুশলতা মুষলধারে, দৃষ্টি অদৃষ্টের ললাটে
লগ্নে লোচন ভগ্ন অর্চনায়, নিমগ্ন বিবেচনার বিচারে
ভাবনার ভুলে ভরেছে দুকূল, ভরসা মঙ্গল আচারে;
অনুদার পথে উদারি খেলা, বাড়ায় জ্বালা বিদায়ের বেলা
কতো রচনাই তো রচিলো জীবন, বেদনার জলে অক্ষিপটে !
কেন এমন যায় ঘটে, এ জগত সংসার তটে ?