তপ্ত শ্বাসের তাপ বিলিয়ে শুকনো ধরায় গা এলিয়ে
সুপ্ত হিসেব কষছি রে আজ মুক্ত বনে দীপ জ্বালিয়ে;
উঠছি বসে খানিক হেসে, কান্না আসে হিসেব শেষে
ক্ষয় হল দিন স্বপ্ন বিহীন, কাটলো জীবন পথিক বেশে ।
ভুলের ঝড়ে ভাঙলো যে ঘর, থাকলো চেয়ে আপন কি পর
লুটলো মজা বিলিয়ে সাজা, বাঁধন নদে জাগলো রে চর;
ভাবছি আবার প্রথম হতে, ক্ষয়ে যাওয়া দিন ফেরত পেতে
হয়েছিলো শুরু যেখান থেকে, সেইখানেতেই ফিরে যেতে !
নামলে আঁধার জীবন পটে, যা না হবার তাও যে ঘটে
অধীর হাওয়ায় কি যায় পাওয়া, শুধু শুধুই মুখে রটে;
কতো কোলাহল চোখ ছলছল, দূষণে দূষিত স্বীয় মনোবল
আকুতির আকাশ ঢাকলো যে ঐ, মানে না মানা বিরহের দল ।
প্রতিকূলতায় বাধা প্রতি কূল, না থাকি চুপ না হই ব্যাকুল
চৌদিকে আজ লাগছে ফিকে, মন অভিমানে হয় যে আকুল !
সাহসী আলোর পথের স্রোতে ভরে ওঠে মন মীড় বাসনাতে
হয়েছিলো শুরু যেখান থেকে, সেইখানেতেই ফিরে যেতে !
পড়তে চাই চড়তে গিয়ে, সুখ যেন পাই দুঃখ নিয়ে
ঘুরবো দূরে রৌদ্রে পুড়ে ভরবো ঝুড়ি পুষ্প দিয়ে,
চোখের ভাষায় মনের আশা এক হয়ে মিশবে সঙ্গে
নতুন সৃষ্টির অলোক বৃষ্টি ঝরে পড়বে আমার এ অঙ্গে ।
নির্বাক স্বপ্ন সাজবে সেথা, সুমধুর সুরে বাজবে কথা
নিজের মতে হাসবো এবার জুড়াবো সকল পরাণ ব্যথা,
ভাবছি আবার প্রথম হতে, ক্ষয়ে যাওয়া দিন ফেরত পেতে
হয়েছিলো শুরু যেখান থেকে, সেইখানেতেই ফিরে যেতে !