আর না হয় নাই বা হলো, তোমার আমার দেখা
সেটুকু নিয়ে থাকবো চুপ, কপালেই ছিল লেখা !
তুমিও বুঝি ভাবছো তাই আঁকছো আমার ছবি
তুমিও বুঝি কাঁদছো তাই ঢাকছো দিনের রবি ।
মেলছে না ডানা আর আজ, মাখছে না গায়ে নীল
শূন্য আকাশ তাকিয়ে আছে, উড়ছে না শঙ্খচিল;
গোধূলির রং ও বুঝি আজ লাগছে বড় ফিকে !
দেখছো কি থেকে থেকে আমার পথের দিকে ?
কি জানি কেন এমন হয়, কেউ হারিয়ে গেলে !
কষ্টগুলো আরো পুষ্ট হয়, হাত ছাড়িয়ে নিলে;
নীরবতার কলতান আজ মনের কাঁপুনিতে
সমীরণের সমারোহ তবু প্রাণ নেই তরণিতে ।
তুমিও বুঝি দেখছো তাই ভোরের আঁধারে জেগে,
তুমিও বুঝি কাঁপছো তাই অভিমানে অনুরাগে !
শোরগোলে যাবারকালে কতকিছুই রেখে গেলে;
তুমিও বুঝি লিখছো তাই সাঁঝের সব কাজ ফেলে !