তোমার সাথে তবে দেখা কি হবে আর এক বার ?
রাত পোহালে ঘুমের কোলে, কাটেই যদি আঁধার!
লোক জনেতে মুখর হবে, নির্জন দীঘির পাড় ।
দেখা হবে অচেনার বেশে, তবে লাভ কি বসে আর ?
মান – অভিমানে সয়লাব হবে হৃদয়ের হাট – বাজার ।
আসো না হয় যেমনি আছো, খুলে সে গোপন দ্বার –
চোখেতে কাজল লেপটে আছে, কেশগুলির এলো সাড় ?
দেখব তো আমিই চুপ করে, সাজবার কি দরকার !
লজ্জা কিসের, এমনি দেখেই প্রাণ যদি ভরে আমার;
তোমার সাথে তবে দেখা কি হবে আর এক বার ?
আসছো না কেন, দেখতে দেখতে সকাল যে চলে যায়
কতক্ষণ আর সে রসের ভোজন এতো ধীর তায় ?
বিজন বনে রং ঢেলেছি তোমারই অপেক্ষায়
পাখির গানে মন না মানে এ মধুর ধূপছায়ায় ।
সবুজ ভূমিতে অবশ আমি, একবার তো দেখে যাও
দিনের শুরুতেই উত্তাল হাওয়া, উল্লোল ঘাটের নাও !
ভাটার হাটে মন বসেনা, আসেনা মিলন জোয়ার
আসলে তবে প্রকাশ পাবে, নয়নাভিরাম ছোঁয়ার ।
তোমার সাথে তবে দেখা কি হবে আর এক বার ?
বিঃ দ্রঃ – [এই কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিরায়মানা’ কবিতা হইতে অনুপ্রাণিত । একটু বড় হওয়ায় দুই খণ্ডে প্রকাশ করছি।]