অশনি কোলাহলে পুনরায় মন উতল
বিবেকের ক্রন্দন সিক্ত করেছে ভূতল
পশ্চাতে যাত্রা করে,
মানে না মন, ভূমিষ্ঠ হতে থাকে জ্বালাতন
শোনা যায় চিৎকার আঁতুড় ঘরে ক্ষণিক ক্ষণ;
তারপর যায় সরে ।
ক্ষুধার্ত বিবেকের জঠর পড়েনা নজরে
মনুষ্যত্বের ফুল বুঝি তখনই যায় ঝরে!
অর্থই যেখানে জুড়ে আছে মোক্ষম খেয়াল
কঠিন হয় ভাঙা সে হীনবুদ্ধির দেয়াল ।
চিরমুক্তির সন্ধানে রাতদিন হয়রান
সেই বোধ থেকেই বুঝি হরণ করে প্রাণ
নিজেকেই সেরা ভেবে,
ভুলে যায় মানুষের মানুষ হবার ইতিহাস
দাসত্ব থেকে মুক্তির নামে বানিয়েছে দাস
অভাবের সে প্রভাবে ।
আবার কি ভরে যাবে আঁধারে এ ধরাতল ?
অশনি কোলাহলে পুনরায় মন উতল !