দুঃখ এলেই কেঁদে ওঠে মন
যায় না দমানো হৃদয় দহন
হয়ে ওঠে সবকিছু পলকেই এলোমেলো,
সকাল হলেই দেখেছি আবার
পেয়েছি তো তাই যা কিছু পাবার
একবার শুধু মেনে নিতে পারলেই হলো ।
কে বুঝেছে কাকে, সময়ের ডাকে
বোঝে মন, সে কার ছবিটি আঁকে!
জানে সে খুব করেই কাকে বেসেছে ভালো ?
নতুন করে ফের নিজেকে শেখা
আয়নায় দাঁড়িয়ে বারবার দেখা
মানলে মন আঁধারেও যে পায় ঢের আলো ।
দুঃখের খেলা কল্পনাতে বেশী
বাস্তব অতোটাও নয় উদাসী
কি করে এ মনটাকে সেইসব বুঝাই বলো ?
প্রাণ গভীরে কতো সুর বেজেছে!
তুমি আসাতে কতোই বা এসেছে ?
গেলে যখন, লাগলো এমন যে সকল গেলো ।