যদি ভিড় ঠেলে সে পউষ বিকেলে দিতে না পারি
তোমার খোঁপায় ফুল,
যদি না হই দিশেহারা তোমার চোখের ইশারায়
না হই খেলার পুতুল;
ও অনামিকা তোমার রূপ সাগরের অহমিকায়
না পাই যদি কোনো কূল!
আমায় বুঝনা ভুল ।
স্বাধীনতা যদি বন্দী থাকে, কুলায় না ভাই সাত পাঁকে
শ্বাসরুদ্ধ বিশ্বাসও ঝাঁপ দেয় চুলায়,
প্রেম বর্ষণ মুখ দর্শনে, কতদিন আর এ প্রহসনে ?
বয়সও পিছু দ্বার খুঁজে চুপিচুপি পালায়!
কতদিন থামাবেনা, নামাবে বিনা মেঘেই শীত বৃষ্টি
তোমার ছলছল মহানাদি মায়াকান্নায় ?
সুখের কারণেই যে তোমার তাড়না, সকল কামনা বাসনা
যতিহীন ভোগের কুমতি আরাধনায় ।
তবু যদি না মেটে তৃষ্ণা, সে ঝরঝর নির্মল ঝরনায়
তবু যদি না জোটে জল, এ শ্রাবণের শ্বেতাভ বরষায়
ভেজাতে তোমার চুল,
আমায় বুঝনা ভুল ।
রঙিন দুনিয়ায় করেছ বাস, করেছ নিজেকে নিজেরই দাস
জংলী ঘাসে বাগান ভরা, নেই সুরুচির ফুল !
গল্পে গল্পে কল্পিত শিল্প, আলপিত শুদ্ধির লক্ষণও অল্প
পড়লে শুধুই বই পত্রে, নাড়িয়ে কর্ণ দুল !
মনের উপর করিনি জোর, কাটবে বুঝি একলাই ঘোর
আসবে নিশ্চয় ভেসে কাঙ্ক্ষিত সুবাতাস,
সুমিষ্ট প্রভাতে রেখেছি হাত তোমার হাতে, বাইরে ভেজা ঘাস
ঢেলেছি প্রাণ গেয়েছি গান, ঘুরে তোমার পাশ ।
তবু যদি না ভাঙ্গে ঘুম, ধূম ভরা তোমার চেতনার বিলাস
তবু যদি না আসে সুখ, দুঃখকে করে দিয়ে বিনাশ
না আসে মন বৃক্ষে প্রণয়ের মুকুল,
আমায় বুঝনা ভুল ।