তবে না হয় এবার চলে যাও
মায়ার বাঁধন সব মুক্ত করে দাও
পল্লববিতানের আলোকিত তলায়  
হিমায়িত হিমের কত জমাট গলায়
বিদায়ী বর্ষণ বেলায় ।  
  
অচেনা হয়ে নতুন পথে কোথাও
সূর্যরশ্মিতে মিশে আঁধারে আলো ছড়াও  
চূর্ণ হয়ে বয়ে আসা তরঙ্গ প্রপাতে  
অলস খোলসিতো গিরিময় খাতে
শান্তির শান্তময় খেলায় ।

মানব মণিকোঠায় মানবতার জয়গান গাও  
মুছতে চাইলে নিজের মন্দ, অপরের ভালো নাও  
আসেনা সুসভ্যতা তাবিজে কবজে
তথাকথিত শিক্ষা কিসের গরজে  
ভ্রান্তির তান্ত্রিক জ্বালায় ?