আছে কি বাকি আরো নতুন কিছু লেখার
সে দিন পঞ্জিকায়?
লুকিয়ে স্বপ্ন দেখা কোণেতে ঝুলিয়ে রাখা
চকচকে প্রলেপের আয়নায় ।
কখনো পাখির গানে চেয়ে থাকা আনমনে
ঝাপসা হয়ে আসা জানালায়,
ভিড় করা দলে বলে একসাথে একতালে
হৃদয় ছুঁয়ে নিয়ে চমকায়;
অবিরত ভেসে আসা ধ্যানময় দুর্বাসা
জোনাকির জ্বলজ্বলে জ্যোৎস্নায়,
সকাল দেখবো বলে সকলই ঝেড়ে ফেলে
তড়িঘড়ি ঝাঁপিয়ে পরা নিদ্রায় ।
সুলভ্য জ্বালাতন মনের পাটাতনে
দুর্লভ লাভের আশায়;
কোন সে ইশারায় হারাই দিশা
অহমিকার দীর্ণ দশায়!
ভুলেছি পথ, টেনেছি রথ নিছক শখের
গৌরবান্বিত পেশায় ।
আঁধারে পাড় দেখবো কি আর
দেখিনি যা উজালা ঊষায়;
জাগ্রত প্রাণে নিদ্রিত জ্ঞান
রুগ্ন সভ্যতার নেশায়,
আছে কি বাকি আরো নতুন কিছু লেখার
সে দিন পঞ্জিকায় !