আজ আবার এসেছে ঘ্রাণ, অঝোরে কেঁদেছে প্রাণ
জড়ায়ে ধরেছে স্মৃতির শেকড়
গড়ায়ে পড়েছে প্রীতির আকর,
কি করে পাই বলো এ যাতনা হতে পরিত্রাণ ?
এসেছি উড়ে অনেক দূরে, তোমার সীমানা ছেড়ে
হৃদয় জুড়ে গানের সুরে, যায় যদি ফের বেড়ে !
হারায়ে যাওয়া কামনার দোলা
স্বপ্নের মাঝে স্বপ্নের খেলা,
ভাসবে নদী ঢেউয়ের জোয়ারে
লাগবেনা ভালো আর স্বীয় খোঁয়াড়ে !
এমন অনুভূতির আকুতি আমি যে জানাই কারে ?
বুঝালে অবুঝ হয় মন, কমাতে চাইলে বাড়ে ।
কোথায় বা যাবো আমি মনকে বোঝাবো
কিসের পরশ দিয়ে সাহস যোগাবো ?
কে বলে; হলেই চোখের আড়াল, মনের আড়াল হয় ?
সেই সাহসের কবচ বেঁধেই পাইনি সেদিন ভয়... !
আজ কেন তবে এমন হবে ?
বোবা পাখীরাও সব ছন্দ পাবে !
পাবো না বলেই তো পেয়েছি তোমায়
বাসনা কেন তবু এ পণ কে থামায় ?
বইছে হাওয়া, দুলছে স্মৃতির সোনালি ধান
ভেসে আসছে আবার ঘ্রাণ, অঝোরে কাঁদছে প্রাণ ।