গুড়ি গুড়ি বৃষ্টিতে ঝাপ্সাচ্ছন্ন দৃষ্টি
আঁচড় কেটে যায় মদমত্ত চেতনায়
মেঘের ফাঁকে ফাঁকে রস ছিটাতে চায়
রসহীন জ্যোৎস্নায়... !
আছি আছি বলে ওরা মৌমাছি তাড়ায়,
তিলে তিলে গড়ে তোলা সাধের মধু ভাণ্ডার
নিমেষেই শূন্য করে যায় ।
মধু মাছির দল বেহুশ হয়ে পালায়;
বিচার দিলেও পায় না তার কোন রায়,
ভাগ্যিস চাপিয়ে দেয় না, অনুভূতির দায় ।
পুরাদস্তুর পদদলিত আজ ভাসন্ত তুষার পিণ্ড
কেতাদুরস্ত বৈঠকখানায় ঢুলু ঢুলু আনন্দ,
ঘুমিয়ে পড়বে হয়ত নিরানন্দ তুরপুনের খোঁচায় ।
জলউদরীর নতুন সকাল উঁকি দেবে আঙিনায়
পরিশোধিত দেরাজ উঠবে নড়ে শুল্কমুক্ত দিনে
শান্তিযুক্ত হাওয়ায়... !
উল্লাসিত করমর্দনে পাপ মুণ্ডন হবে পাড়ায় পাড়ায়
বনপরী বন ছেড়ে আসতে থাকবে তেড়ে
সাক্ষী গোপাল থাকবে জলীয় বাস্পের ভিড়ে,
মিলবে বক্ষ অন্ধকার কারাকক্ষে
মেঘের ফাঁকে ফাঁকে রসহীন জ্যোৎস্নায় ।