ডাক দিয়ে কাছে ডাকলে না পলকটুকু নেড়ে
বৃষ্টির দল এসে জমাল ভিড় মেঘের কোল ছেড়ে
হয়ত হঠাৎ ধুলো বালির উৎপাত
থামবে বলেই গিয়েছিলো বেড়ে ।
আমার ভাবনার গণ্ডি উড়ে বেড়ায়
নেড়ে বেড়ায় কড়া তোমার মনের দ্বারে
দুলতে থাকা ঘরের জীর্ণ পর্দা আর
অগোছালো দিন ছিল শীর্ণ অনটন ভারে !
ঢেউ এর হাত ধরে সাগর পাড়ি দেয়া
দূরে হারায় নাচতে নাচতে কাছে থাকা খেয়া
প্রজাপতির লুকানো পদ চিহ্ন খোঁজার তীব্র আকাঙ্ক্ষা …
তোমার বারান্দার স্বচ্ছ কাঁচের দেওয়ালে,
অবশেষে খুঁজে পাওয়া ।
কল্পনার কালো রাতে কামনার মধু ছিটাতে ছিটাতে
খুব কাছে ডেকে নিয়ে হঠাৎ আবার
সবেগে ফিরে যাওয়া ।