ভাবুক মনে ভাবনার অভিকাঙ্ক্ষিত কালক্ষেপণ...
খোশমেজাজী বিষাদের কানাগলিতে দাড়িয়ে,
আলো ফুটছে ঐ ভাবগম্ভীর সঙ্গীত রসে
গতায়ু বিধির মরাচিঠি পড়ে আছে ভরা শীতে;
দগ্ধ দেয়াশলাই এর মতো –
মরণ মুখোশ পড়ে,
ভাবলেশহীন নিমীলিত চক্ষুতে কতকাল ধরে!
অলংকৃত সত্যের রক্তাক্ত হাত ধরে
আবেগোচ্ছলভাবে –
মৃদু পাদনিক্ষেপে চলেছি উদ্ গ্রাহী উদয়ের পথে,
ভরতকণ্টকের বনে নষ্টচেতন মনে;
উত্তর আকাশের তারকামণ্ডলীর কুণ্ডলী গুনেছি
অবলুপ্ত হয়েছি সুপ্ত ব্যবধানের ব্যবচ্ছেদে!
চতুর অনুমান সম্পন্ন ডুবুরির অত্যাধিক অনুরাগে
পুরাদস্তুর ধূলির মেঘ জমেছে ফড়িং ওড়ার বাতাসে!
পুস্প বিকাশের পিপাসা অন্ধকার কারাকক্ষে
আড়ম্বরের অনুরণন পরমানন্দে অনুপম স্বপ্ন-সৌধে,
পদদলিত পাতিহাঁসের নাটুকেপনা জল বিভাজন
মোহমুক্তির আশায় বিভক্তির কালিমালেপন!
কৃষ্ণবর্ণের সাঁঝে সন্দিগ্ধ জালমুদ্রা মাঝে;
আটকা পড়েছে মনুষ্যত্ব, ক্ষয়িষ্ণু শাঁখের করাতে
সকল মুক্তি আজ, লাজহীন পেশী শক্তির বরাতে…।
শব্দ টীকাঃ
(অভিকাঙ্ক্ষিত = প্রয়োজনীয় বলে অভাব অনুভূত হয় ।
কানাগলি = যেখানে রাস্তার সমাপ্তি ঘটে ( Dead end) ।
গতায়ু বিধি = যে বিধির উপর এখন আর মনোযোগ দেওয়া হয়না ।
মরাচিঠি = প্রাপক ও প্রেরকের সন্ধান মেলেনি বলে যে চিঠি ডাকঘরে রাখা হয়েছে ।
ভরতকণ্টক = নীল পুস্প শোভিত দীর্ঘ শীষ যুক্ত এক ধরণের উদ্ভিদ ।
নষ্টচেতন = বিকারগ্রস্ত । )