যা রে যা তুই যদি যাস তবে চলে যা
                  আবার
       আমার ঊষর মন ছেড়ে,
তবে জানলি না পলা ময় কলাবতী
                   এবার  
   আমার জিৎ হলো যে হেরে ।  

গোপনে আসা যাওয়া তোর ক্ষণে ক্ষণে
ধেয়ে আসা হাওয়ার মত খোলা বনে
নিমেষেই উধাও হতিস জেনে শুনে
বেশ আর থাকবো না পড়ে দিন গুনে !
      তখন পড়বে ওরে মনে
      তোর দুই নয়নের কোণে,  
                আমার
বাঁশীও সেদিন বাজবে না মিষ্ট সূরে ।

ফিরিয়ে দেবো না আজ তোরে চোখ ভরে,  
                     নেবার
          কিছু নেই যাবার প্রহরে,
   তবে বুঝলি না যে আলোময় প্রভাতী
                     বিভার
      ঝড় কে আপন করি কি করে ?