মুক্ত গগনে, উদাসী হাওয়ার বাণে
তোমার আসা যাওয়ার মধুর ক্ষণে,
কর্ণবিবরে, রাতের আঁধারের টানে
বাজে ও যে কল্পসুর আপন মনে ।  

স্বত্ব বিলিয়ে নিভৃত বেলায়
মুগ্ধ নয়নে হৃদয় দোলায়,
নির্মল ভাবাবেগে অবশ মন
স্বপ্নের বাহুডোরে মিলিত পণ;  
করিনাই কোন ছল!
জানাতে তোমারে তাই
এসেছিল বুঝি জল
আমার নয়ন কোণে ।  

পেয়েছি তোমারে হৃদয় মাঝারে
চুপিসারে ঐ নিরল অগোচরে
সংশয় হীন স্বপ্নের পাড়ে  
নীরবে খুঁজে ফিরি যত্নে তারে !  
সে যে আছে মিশে এখানে ওখানে
বসন্ত বাতাসে কোকিলের গানে ।
            
                                        (চলবে)