আলো জ্বালিয়ে নেয় মঙ্গলের শুভ কামনায়
রোজ রোজ সকাল সন্ধ্যায় সুখের বাসনায়
কমজোর মনে দিনভর জপে রসের রসনায়
মঙ্গল প্রদীপ জ্বালিয়ে
যত সব কালিমা ভুলিয়ে
চারপাশ আলোয় ভরিয়ে
আলোকিত করেছে মাঝরাতেও আঁধারের সরীসৃপ
ত্বরায়িত হয়েছে সফল, শস্য ক্ষেত্রের সকল জরীপ
হলো না আর শুধু জ্বালানো, হৃদয়ের সুপ্ত প্রদীপ ।
করে যায় আয়োজন কতো, গড়ে বিভাজন
অপরকে দুঃখ দিয়ে গায় মনে সুখের ভজন
উপরে সাধু ভাব তলে তলে মেপে নেয় ওজন
শ্রেণী বিভেদের দমকা তে
আলো আঁধারের সম্পাতে
শোভা হীন চারু চম্পাতে
লোক দেখানো জীবে প্রেম করেছে প্রচার
নিজের সুবিধা বুঝে সদা খুঁজেছে বিচার
শুধু গেলো না খোঁজা, কেন এ মনের বিকার ?