খেলা করবে তোর সঙ্গে
তোর সবুজ লোহিত অঙ্গে
ওগো, আজীবন শুধু লুটবে রে মজা
তোর সুখের নিদ্রা ভঙ্গে ।
দুঃখ পাবার নেইতো কারণ
শুধু কেন তবু অশ্রু ক্ষরণ ?
ঘৃণার উল্কা ছুড়ে কি আর মিলবে ওরে
তারা তো সব একি সুড়ঙ্গে !
কখনো আসবে প্রেমের নাম করে
কখনো বা ধর্মের মহান টিকি ধরে
করবে ভোগ তোরে জনম ভরে
ভাসাবে কুঞ্চিত তরঙ্গে ।
ওদের কি দোষ, সবাই বাড়ায় অর্থকোষ
নিজের স্বার্থ ছাড়া, কেউ কি মানে পোষ ?
আত্মতুষ্টি, বিনা পুষ্টিতে অতঃপর নিথর পরশ
দুধে ভাতে কল্যাণী ভুজঙ্গে ।
দুঃখ করিস নে ওরে করুণ জীর্ণ স্বরে
আসবে সত্যিই সকাল, রাতের রতি সেরে
তোর ই ঘরে, সয়ে যা তুই শুধু চুপচাপ করে
চেয়ে চেয়ে উজ্জ্বল স্ফুলিঙ্গে ।