বলো না যেন নতুন করে লেখা
রংতুলিতে রং হীন ছবি আঁকা...
শশী মাখা রাত্রি জোনাকির ডাকে পূর্ণ
আসবে ঊষা, অমিয় তৃষা মিটবে তূর্ণ ;
অভিলাষী ক্ষণে মন অভিমানের প্লাবনে
থাকবো না বসে প্রতীক্ষায় ফুলের বনে !
কেমন তোমার পরখের পেখা...
ভুলিয়ে দিলে সব যা ছিল শেখা ।
হলো না মন জয়, ফাঁকিতে হলো ফাঁকা
কুশলে থেকো বন্ধু হবে না তো দেখা...
তন্দ্রিত শয়নে কিম্বা জাগ্রত ক্ষণে
ব্যস্ততার আড়ালে কোথাও পড়লে মনে ;
না হয় করো স্মরণ নয়ন বারি ক্ষরণে
রাত জাগা অতীতের কল্পনার চরণে !
নিঃসঙ্গ রাত জেগে তবে অযথাই ডাকা
তোমার তুমি ছাড়া চাঁদ জাগলো একা
দেখা হলো এলোমেলো, হলো কথা;
হলো না... শুধু আর জেগে থাকা ।
( সমাপ্ত )