হলো না যে আর জেগে থাকা
পেলো না মন, পথের শাখা...
বেদনা ভারে আহা বৃদ্ধ বেণু
কি করে সয়েছে তা পুষ্পরেণু ?
অধীর ঢেউয়ে হয়রাণ তরী
ভেবেই না পাই কি উজাড় করি ?
আকাশ যে আজ মেঘে ঢাকা ...
এলো না তাই আলোক রেখা ।
গেলো না বাধা ক্ষণের চাকা
পথে… হলো দেরি , হলো না দেখা !
আঁধার অম্বরে চন্দ্র দীপ্তিময়
বয়েছিল বায়ু সঙ্গে সুপ্তিভয়;
থেমে ছিলে তুমি চলতে চলতে
ভেজা স্বরে কিছু বলতে বলতে !
ক্লান্ত সখা শ্রান্ত শ্রাবণ মাখা
তাইতো, হলো না যে আর জেগে থাকা ।
( চলবে... )