এই তো আছি বেশ
যত্নেই আছে রত্নের মালা
মুক্তো ময় ভাবাবেশ !
তবু নতুন করে –
পড়ন্ত বেলার ক্লান্ত হাত ধরে
বলতে বলতেই তাকিয়ে হঠাৎ চুপ করে
তুমি এমন করে রাঙিয়ো না হৃদয় আবার
তোমারই অগোচরে …
এই তো আছি বেশ
শুরুই হয়নি যখন
কি আর হবে শেষ ?
তবু নতুন করে –
ঝুলন্ত খেলার অশান্ত রাত জুড়ে
দেখতে দেখতেই লুকিয়ে হঠাৎ সরে দূরে
তুমি এমন করে কেড়ো না ঘুম আবার
তোমারই অগোচরে …