অবাক করে যায় নির্বাক ইশারায়
প্রলাপ পরে রয় নির্বাধ নীরবতায়
ফেলে দেয় মধুর দ্বন্দ্বে
ভেসে এসে ফুলের সুগন্ধে
দীপ্ততা বাড়ায় ভর দুপুরের পাহারায়
তপ্ততা ছড়ায় তার নিরুত্তাপ সাহারায় !
মন কেড়ে নেয়, মনিহারি সাজেতে সাজায়
বুকে দোলা দেয় অযাচিত লাজেতে লাজায়
চিকণ চাঁদের আধো আলোতে
শুদ্ধ ক্ষণে প্রণয় বিলাতে
এসেছিলো খুব কাছে মুকুলিত বকুল তলায়
হেসেছিল যেতে যেতে যাতনা মুক্ত গলায় ।