আমায় জাগিয়ে যাও আরো একবার
যৎকিঞ্চিত খুঁত সন্ধানী সঙ্গী হয়ে
মায়াকান্না গুলো সব শুকিয়ে দিয়ে
হৃদয়ঙ্গম করো হে বন্ধু চির হৃদ্যতায় !
প্রেম বিলাসের তরুন উদাসিত বাতাসে
ঝিঁঝিঁ পোকাদের নিখিল রহস্যোপন্যাসে
মরাল শাবকের মর্মর করতাল,
চিত্রহরিণ নিকুঞ্জের সবুজ তাজা ঘাসে
কেশগুচ্ছের কেশরে শিরোমল হাসে
তির্যক কর্তনে কুঞ্চিত জয়পাল ।
তাইতো আসেনি আর আড়ধনুর সন্ধিক্ষণ
মৃৎপাত্রের কাঁচা সুগন্ধি গাত্রে
পল্লবগ্রাহীর প্রান্তরে মেলেনি মানদণ্ডের বীক্ষণ,
ভরা কোটালের অঙ্কিত ঢেউ বঙ্কিম পদভারে
বারেবার সূর ধ্বনি উঠেছে ঠিকই
প্রতিষিদ্ধ করেছে তবে বণিকরূপী সুরকারে ।
কাচকূপীর ক্ষীয়মাণ শঠতায় বেড়েছে মনের ক্ষুরধার
বসন ভূষণ কমিয়ে ফেলেছি তবু কমেনি বক্ষভার
আমায় জাগিয়ে যাও আরো একবার
যৎকিঞ্চিত নিন্দুকতায় –
হৃদয়ঙ্গম করো হে বন্ধু চির হৃদ্যতায় !
(চিত্রহরিণ = নানান বর্ণ বিশিষ্ট ।
শিরোমল = খুশকি ।
জয়পাল = এক প্রকার বৃক্ষ ।
আড়ধনু = এক ধরনের ধনুক বিশেষ।
প্রতিষিদ্ধ = নিবারিত করা, নিষিদ্ধ ইত্যাদি।
কাঁচকুপী = কাঁচের কুপী। বাংলায় অনেকে ল্যাম্পু ও বলে থাকে। )