পড়ে রয় যে কথা মনের চিলেকোঠায়
পুষ্পিত হয়ে ওঠা ব্যাপ্তির দীপ্তি বলয় –
প্রভাতীর স্বতঃ সঙ্কেতে
সুরোৎসবের মাঝ রাতে
গোপনে এসে স্বপনের নুড়ি চমকায় ।
চিত্তহারীর নিক্তি ভারী গন্ধতরুর বলয়ায়
নিরাভরণ শৃঙ্গের প্রতিবিম্ব, অতি তপ্ততায় –
আবেগের সঘন কসরতে
অর্ধপক্ক সীমার চার কোনাতে
ঈষদুষ্ণ কৃষ্ণশিলা থেকে থেকে থমকায় ।
শিশিরসিক্ত ভাবনা মনের বৃত্তে রজত শুভ্রতায়
উষ্ণ পরশ ছন্দ খোঁজে দ্বন্দ্বহীন স্পন্দিতায় –
ধমনীর পরাগধানীতে
অঙ্কুরিত সরাজ মণিতে
জেগে উঠে আবার জাগায় কি সলাজ ভঙ্গিমায় !