নজর দিয়ে যায় কালি হীনা কালিমায়
সন্ধ্যা সকাল কেবল দুঃখ ছিটায়
তোর আবেগ পুস্প ডগায়,
সুগন্ধের অলঙ্কারে মনে কড়া নাড়ে
লোলুপতার ইশারা দূর হতে ছাড়ে
প্রশস্থ কামনায় ভোগায় ।
বালিকার ন্যায় কলিকা তুই
কে বোঝে ওরে চুপ করে খোঁজে
অলক্ষ্যে রক্তকাঞ্চনের শাখায়,
চোখ ভরে কত দেখে যায় তোরে
রেখে দেয় কত শত বাহুর জোরে
যায়না বোঝা প্রথম দেখায় ।