চেয়ে দেখো কি নতুন বার্তা নিয়ে আসছে,
ঐ নব তরুণের দল
প্রজন্মকে ঘিরেই নতুন জন্ম, নতুন করে
নতুন পথের চল ।
নতুন কালের নতুন সকাল, আছে ঐ দাঁড়ায়ে
নিশ্চুপ প্রতীক্ষায়; সবার জাগবার,
গ্রহণ করো তারে দেখে শুনে, পরীক্ষণে চিনে
যুক্তির বলে, খুলে হৃদয় দ্বার ।
নতুন চিন্তার নতুন লালন, নব তরুণের ঘরে ;
নতুন বস্ত্রের শুভ আগমন, চিত্তের জীর্ণতা রে ঝেড়ে ।
সময়ে যাদের ঘুম ভাঙ্গেনা, মূর্ছা যায় বারে বারে
লাভ নেই আর সাথে নিয়ে, সে অবেলার সারথিরে ।
ভেবেছ কি কখনো, করিয়া প্রবেশ চিন্তার অতল গভীরে ?
রং – বেরঙের কত যে ফুল, সত্যের সবুজ পাহাড়ে;
যাহার যা কিছু লেগেছে ভালো; ভুলেছে সকল মন্দ রে,
দুলেছে ভ্রমের দোলা, তরী গুলোর যদিও পালতোলা
ফেরে না তবুও আর নোঙ্গর ফেলা বন্দরে ।
তারপর আরো যে সাঁজায় তারে, মনের মতন করে
পুষে রাখা নিজের বিকৃত পছন্দ রে !
বাড়িয়ে দেয় যা আরো অগ্নিশিখার লেলিহান
নোংরা প্রতিযোগিতার দ্বন্দ্ব রে ।
তর্ক যে বর্তমান কোথাও আজো, মনেরও কিনারে
সত্যিই কি ঘুরছে অবনী নাকি আলোকিত সূর্যই ঘোরে ?
নয় তো বলি কি করে, এতো অকপটে – নিশ্চিন্তে গলা ছেড়ে
উদয় সূর্যের পূব আকাশে, অস্ত হয় যার পশ্চিম পাড়ে ।
নতুন দিনের সুগন্ধিত নব আহ্বান, ভোরের পাখির কণ্ঠস্বরে
শুনিবে তারাই আনাগোনা যাদের, নব তরুণের ঘরে;
সিদ্ধান্ত নিজের করে যারা, যুক্তির বিচারে ।
কখনো বা অনাবিষ্কৃত সত্যের জলস্রোত
যায় এঁকে বেঁকে ধাঁধার পথ ধরে,
আজকের দিনে শুনে হাসিই জাগে, হাজার হাজার বছর আগে
সত্য মেনেছে কেমনে তারা, অস্তিত্ব হীন জড় রে !
কত শত প্রশ্নবাণ, মেলেনি তখন কোন সুস্পষ্ট সমাধান
মিলেছিল তাই, দেখেছিলো যা চোখ বুজিয়া আঁধারে ;
হয়ত এভাবেই আসিবে তরুণের দল, করিবে ধারণার রদবদল
জ্ঞান তৃষ্ণা মিটাইবার তরে, নতুন বার্তা নতুন কাঁধে চড়ে;
হয়ত সেদিন হাসিবে ওরাও, হেসেছি আমরা যেমন করে ।
কি আছে ভরসা, মেনে এসেছি যে সত্যরে –
বদলাবে রূপ হয়ত সেতো, নতুন তরুণ বাহুডোরে ;
ঠায় দিয়ে ধারণায় নতুন বার্তারে, জন্মিবে নতুন রূপে নব সংস্কারে
নব পথিকের ঘরে হয়ত –
শত সহস্র বছর পরে ।