হিজিবিজি লিখেছি যা,  সবই দুর্বোধ্য
ভাবলাম হব কবি, লিখে, খান দুই পদ্য
কাগজ -কলম নিয়ে বসলাম বরষার সকালে
ভোঁতা এ মগজ নিয়ে পড়লাম  নাকালে
মাথায় আসেনা কিছুই বসে থাকি হতাশে
জানালায় চোখ রেখে,মেঘ দেখি আকাশে
তাদের ঠোকাঠুকি, শেষে ঝলকানো আলো
কানফাটা শব্দে আর লাগেনা তো ভালো
শুরু টুপটাপ বৃষ্টি , শুনশান রাস্তা
গিন্নি গেলো দিয়ে  চা, আর বিস্কুট খাস্তা
পড়ে থাকে সাদা খাতা,কলমও স্তব্ধ
হাড়েহাড়ে হলো একথা, আজ উপলব্ধ
কবি হওয়া যারতার, কাজ মোটে নয়
কবিপ্রতিভা থাকে যার, সেই কবি হয়।