খক খক খক কেশে চলে
দাস পাড়ারই ভূষণ
সঙ্গে আছে ঘুষঘুষে জ্বর
আর লুজ মোশন ।
দেখতে এলেন নিতাই ডাক্তার
আমতলাতে বাস
ডাক্তারিতে পসার ভালোই
সাঁইথিয়ার পাশ
দেখে শুনে নিদান দিলেন
ব্যামো বড়ই কঠিন
এ রোগে বাঁচে কেবল
পাঁচ কুড়ি তে তিন
দিলে হাজার টাকা ভিজিট
সাত দিনেতে হয়ে যাবি একদম ফিট
টাকার অঙ্ক শুনে ভূষণ হেসেই মরে
বলে আপনি এবার আসুন বাবু
আমার ব্যামো গেছে সেরে।