পেটুক বাবু পেটোরাম
বিচিত্র তার খাওয়া
সাতসকালে গিলে খান
কেজি দেড়েক হাওয়া
আটটা হলেই গাট্টা খান
তারপরে খান কানমলা
বদহজমের জন্য খান
গোটা বিশেক হজমোলা
দুপুরবেলা খান গুনে
পাঁচশো রকম গালি
তারপরে খান ডিগবাজি
দিয়ে হাততালি
কিল,চড়,ঘুষি লাথি
আহারে থাকে নিত্য
এতেই নাকি থাকে তার পেফুল্ল চিত্ত
টিফিন সারেন বিকেল হলে
আড়ংধোলাই খেয়ে
গণ্ডা দশেক ধমক খান
কাঁচকলা চেয়ে
রাতে তিনি স্বল্পাহারী
বৌয়ের ধোঁকা খান মাত্র চারপিস
তারপরেই বোকার মত
দুইগালে খান কিস
পাছে তার বাড়ে মেদ
এই ভয়ে রোজ
নিয়ম করে ফাইটোলাক্কা
খান দুশো ডোজ।