আজ এই প্রভাতে শুনেছি আমি
পাখিদের কলরব,
দেখেছি আমি সবুজের সমারোহ।

প্রভাতে বইছে মলয় বাতাস,
বজ্র  মেঘে ঢাকা শ্রাবণের আকাশ।
কখনো গর্জন, কখনো বর্ষণ,
সাত রঙের রামধনু করেছে রংয়ের বিচ্ছুরণ।

মুষল ধারায় পৃথিবী আজ স্নাত,
উজ্জল সবুজে যেন পরিবৃত।

সদ্য স্নাত গাছ, সদ্য স্নাত পাখি,
যেন আনন্দের ছড়াছড়ি।

সদ্য স্নাত প্রাঙ্গন যেন নিচ্ছে এক উৎসবের প্রস্তুতি।
শুভ সকালে বিলিয়ে দিচ্ছে এক আনন্দের অনুভূতি।