রাতের অন্ধকার ঘুচিয়ে
উদয় হয়েছে সূর্য পূর্ব আকাশে।

শেষ হবে আলোর খবরের অপেক্ষা,
হয়তো আজই শেষ  হবে প্রতীক্ষা।
শুনতে পাবো  বিচার পেয়েছে প্রানের তিলোত্তমা।
সমাজের মেয়েরা আর হবে না লাঞ্ছিতা।

এক অদ্ভুত যন্ত্রণায় কাতর  সকল ,
অসুরেরা করতে চাইছে জগৎ দখল,
কখনো অসুরের কবলে তিলোত্তমা,
কখনো অভয়া
আবার কখনো অন্য মেয়েরা।
অর্ধেক আকাশ যেন কালো মেঘে ঢাকা।

নাগরিক সমাজ দিয়েছে ধর্মযুদ্ধের ডাক,
সমাজের শত্রু অসুরদের  করবে বিনাশ।
দশভূজার আগমনে উচ্ছ্বসিত মন,
মায়ের পথেই হবে অসুর নিধন।

সময় এসেছে অসুর বিনাশে  শপথ নেবার,
মুক্ত করতে ভয় সবার,
একজোট হয়ে এগিয়ে চলার।