সিলেটি আমার মাতৃভাষা,
ভাব প্রকাশের মধুর পন্থা।

"আছোনি ভালা",
শুনলেই  আমার মনে  জাগে এক অদ্ভুত আশা।

"ইতা কিতা", "লগে লগে", " কবে আইবে",
ভাষার পরতে পরতে আছে মধুর ছন্দ,
মনে  দেয়  পরম আনন্দ,
শব্দে, ছন্দে, সুরে আমার ভাষা অদ্বিতীয়।

সবাইকে  করে এত আপন,
যেন একই পরিবারের সদস্যগণ।

সুমধুর শ্রুতি দেয় এক আশ্চর্য অনুভূতি,
যেন সুরের ছন্দে  করে লুটোপুটি,
সারা বিশ্বে এই মধু ছড়ানো ভাষা পাবেনা একটি।

উচ্চ শিরে সিলেটি বল সবাই,
মধুর ভাষা, বুদ্ধিমত্তা  আর সভ্যতায় গর্বিত আমরা সব্বাই।