আমি দেখেছি আট বছরের ছেলেটি,
আজ যায়নি চায়ের দোকানে কাজে।
আমি দেখেছি ফাঁকা ফুটপাতে চলেছে পথিকরা হেঁটে,
আমি দেখেছি পল্টুরা আজ শোয়নি স্টেশনের প্লেটফর্মে,
আমি দেখেছি পথবাসিরা নেই পথের ধারে,
আমি ছুটে চলেছি জট মুক্ত সড়কে।
গর্বিত হলাম মহানগরের পরিবর্তন দেখে।
বই হাতে ছেলেটি এগিয়ে চলেছে পাঠশালার দিকে,
হকাররা দোকান খুলেছে স্থায়ী আচ্ছাদনে,
পল্টুরা আজ শুয়েছে নিজ গৃহে ,
পথবাসিরা পেয়েছে জায়গা স্থায়ী আবাসনে,
হকারমুক্ত সড়ক আজ মুক্ত যানজটে।
আমার তিলোত্তমাকে আজ প্রভাতে ঘুম চোখে দেখা,
শুনেছি ভোরের স্বপ্ন সত্যি হয় না।