সিলেট আমাদের পূর্ব ভূমি,
ভারত আমার জন্ম ভূমি,
এখনো আছে আমার নাড়ির টান।
মা হবিগঞ্জের ,
বাবা বাইনাচুঙ্গের ,
প্রতিবেশী সোনার দেশের।
শস্য শ্যামলা সবুজে ভরা,
তাঁদের এই বসুন্ধরা,
তুলসীর বেদীতে বাতি,
আকাশে সন্ধ্যা তারা,
স্বপ্নের দেশে ছিলেন তাঁরা,
আজও আছে স্মৃতিতে ভরা।
পুকুর ভর্তি মাছ আর গোলা ভর্তি ধান,
ধামাইল গানের ছন্দে তাঁরা করতেন নাচ গান।
বারো মাসে ১৩ পার্বণ ছিল সবার ঘরে,
সুখে-দুঃখে ছিলেন তাঁরা সবার তরে।
আমি শুনেছি এই গাঁথা মায়ের মুখে,
আজও আছে আমার স্মৃতিতে।