পৌষের সকালে কুয়াশা ভরা আকাশ,
কুয়াশার আস্তরণে সূর্যের নেই প্রকাশ।

মাঝে মাঝে উঁকি দিয়ে উবে যায়  ভাস্কর,
রোদ ছায়ার লুকোচুরিতে হিম থাকে তৎপর।

উত্তরের হিমেল সমীরণ দেয়  অঙ্গে  শিহরণ ,
শীতের পোশাক  দিয়েছে শীতের  আচ্ছাদন।

ঘরে থাকার পেয়েছি আজ অবকাশ,
কুয়াশা কেটে হয়েছে সূর্যের প্রকাশ।

পৌষের মিঠে রোদে শীত পরাজিত,
শীতের পরাজয়ে আজ সবাই আনন্দিত।

পৌষ পার্বণে  পিঠে পুলি সবার ঘরে ঘরে,
নলেন গুড়ের পায়েশের গন্ধে ঘর ম ম করে।

পৌষে ক্ষেত  ভরে যায় সোনালী ধানের ছড়ায়,
চারিদিকে প্রান্তর ঢেকে আছে স্বর্ণাভ  গালিচায়,
উঠেছে   ধান উঠোনে রাখা ধানের গোলায়,
নতুন ধান চারিদিকে সুগন্ধ  ছড়ায়।

নবান্নর সাথে  সবাই  আনন্দে  মাতে,
নতুন চালের পিঠা পায়েস সবার পাতে ।
খেজুর গাছে হাড়ি বেঁধে অপেক্ষা করে শিউলি,
সকালবেলা রস পৌঁছে দেয় বাড়ি বাড়ি।

শীতকালে দিকে দিকে বনভোজনের আয়োজন,
নাচে গানে আনন্দে করছে উদযাপন,
নেশায় অনেকে গাইবে শিবের ভজন ।