ঘর আলো করে এসেছে শিশুকন্যা,
ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টিতে সে অনন্যা।
সময়ের সাথে সাথে কখনো সে রমণী,
আবার কখনো জন্ম দায়িনী জননী।
মনুষ্যলোকের সৃষ্টি এই মায়ের জঠরে,
সবার সেবার ভার তুলে নিয়েছে সাদরে,
পারদর্শিতার প্রমাণ দিয়েছে ঘরে বাইরে।
কখনো সে দশভুজা জনকল্যাণে,
কখনো সে দশভুজা অসুর নিধনে।
সংসার সুখের করেছে আমাদের কন্যা,
ঘরে বাইরে সদা বইছে আনন্দের বন্যা,
প্রাণের থেকেও প্রিয় কখনো হেলার নয় শিশুকন্যা।