জীবন খাতায় আরেকটি পাতা হবে সংযোজন,
২৪কে বিদায় দিয়ে ২৫কে করবো আবাহন।
সব পেয়েছির আসরে হবে শেষ বছরের গান,
পাওয়া না পাওয়ার হিসেবে হবে রাজা খানখান।
শেষ বছরের গান গাইতে কন্ঠ হারায় সুর,
চারিদিকে যুদ্ধের দামামা মনকে করেছে করুণ।
খিদের জ্বালায় পথ শিশুটি আজও বসে পথে,
বিশাল অট্টালিকায় শহরবাসী উৎসবে মাতে,
বিচারের আশায় নির্যাতিতা প্রতীক্ষার দিন গুনে,
বেকার ছেলেটি বেঁচে আছে সরকারি অনুদানে।
আশায় বুক ভরে সবাইকে এগিয়ে যেতে হবে,
আগামীতে সবাই হয়তো ন্যায় বিচার পাবে।
হাতে হাত ধরে লড়বো মোরা বিশ্বের দরবারে,
সাফল্যকে ছিনিয়ে নেব মেধার জোরে।
উন্নয়নের জোয়ার ভাসিয়ে দেবে দারিদ্রকে,
দেশ আবার বিশ্ব সভায় শ্রেষ্ঠ আসন লবে।