ছোট্ট ছোট্ট পায়ে পৌঁছে গেছিলাম স্কুলের দ্বারে ,
বাবার হাত ধরে প্রবেশ শিক্ষাঙ্গনের অঙ্গনে।

স্মৃতি রোমন্থনে  আসে  স্কুলের  হারানো  দিন,
মনের মনিকোঠায় স্মৃতিগুলো আজও অমলিন।

পায়ে চপ্পল, হাতে স্লেট ছিল স্কুলের বেশ,
কাদা পথে  হেঁটে যাওয়াই ছিল অভ্যেস।

অংক না পারলেই বেত্রাঘাতে  পিঠে হত ক্ষত ,
দুকান ধরে দাঁড়িয়েছি বেঞ্চের উপর কত।
পরীক্ষায় সাফল্যে হতেন শিক্ষকরা আনন্দিত,
সন্তানসম ভালোবাসায় করেছেন আমাদের লালিত।

স্কুলে শিক্ষকরা দিয়েছিলেন  শৃঙ্খলার পাঠ,
তাদের আশীর্বাদেই পেরিয়েছি  স্কুলের চৌকাঠ।
আজও দেখা হলে  হাত চলে যায় তার  চরণে,
স্কুলের স্মৃতিগুলো আজও আছে জীবন্ত  মনে।