নীল আকাশে আজ  সাদা মেঘের খেলা,
বহুরূপে দিচ্ছে যেন রূপকথার বার্তা,
বিদায় নিয়েছে  বর্ষার কালো মেঘের ডানা ।  

সূর্য স্নাত সাদা মেঘ করছে শরতের  সূচনা,
কাশফুলের উদ্যান ও করেছে শরতের ঘোষণা।
নীল সাদা আকাশ  আর কাশফুলে ঢাকা  শুভ্র  প্রান্তর,
যেন ক্যানভাসে আঁকা ছবি অতি মনোরম।

প্রকৃতির এই মনোরম শোভা,
সুসজ্জিত এক বরণডালা,
দিচ্ছে শারদীয়ার আগমন বার্তা।
মর্তে দেবী দুর্গার পদধ্বনিতে,
ধরিত্রী আজ সেজে উঠেছে  শারদীয়ার বরণে,
আনন্দধারায় প্লাবিত হবে ভুবন, মায়ের আগমনে।

উৎসব আমাদের এক মিলন মেলা,
জাতি ধর্ম নির্বিশেষে সবাই করে খেলা,
আনন্দ সাগরে ভেসে যায় সব জনতা।
শান্তির বারি  বর্ষিত হোক এই ভুবনে,
ভ্রাতৃত্বের বন্ধন স্থাপিত হোক কোলাকুলিতে।