পরম যীশু এসেছিলেন ধরণীতে এই দিনে,
রং আলোয় সেজেছে পৃথিবী তার আবাহনে।
বিলিয়েছেন ভালোবাসা ধরনীর সব জীবে।

সান্তার অপেক্ষায়  শিশুরা আছে পথ চেয়ে,
রাতে দুয়ার খুলে রেখেছে সবার অজান্তে।

লাল জামা সাদা দাড়ি ও বরফে মোড়া পথে,
হরিণ টানা শকটে সান্তা আসছেন ছুটে,
পাড়ি দেবেন ভক্তের বাড়ি উপহার হাতে।
দরজায় দিয়ে নাড়া বিলিয়ে দিবেন খাজানা,
আনন্দে খুশিতে আত্মহারা হবে শিশুরা।

জিংগেল বেল জিংগেল বেল গানে গানে,
আকাশ বাতাস মুখরিত উৎসবের ছন্দে।
বড় ছোট  সকলে শামিল বড়দিন  পালনে,
প্রার্থনা ও আনন্দের এক অদ্ভুত মেলবন্ধনে।