সমুদ্র সৈকতে হেঁটে চলেছি দিগন্ত পানে,
সমুদ্রের ঢেউ এগিয়ে আসছে প্রচন্ড গর্জনে,
শান্ত হবে সে সৈকতে আমাকে আলিঙ্গনে।

পাদচারীর পদচিহ্ন  সৈকতে বালুকা রাশিতে,
ধুয়ে যাবে সব পদছিহ্ন ঢেউয়ের  আগ্রাসনে।
বারিধর  দুরন্ত উচ্ছ্বাসের  জন্ম দিয়েছে প্রানে,

ঝিনুকেরা পথ হারিয়েছে  সৈকতের অঙ্গনে,
ঝিনুক আরোহনে ব্যস্ত নর নারী সকলে।

ঢেউয়ের উচ্ছল নৃত্য  চলছে দিনে রাতে,
কৌতহলী মন বাকরুদ্ধ সীমাহীন নীর দেখে,
তৃষ্ণা নিবারণে ব্যর্থ সলিল নুনের প্রাচুর্যে।

জাহাজ চলেছে গন্তব্যে ঢেউ কে জয় করে,
পালতোলা নৌকো চলে ঢেউয়ের ছন্দে।

ঝড়ে অশান্ত সমুদ্র তাণ্ডব রূপ ধরে।
ধ্বংসলীলায়  মেতে উঠে কূল প্লাবন করে।

সূর্যাস্তে রক্তাভ সূর্যের প্রতিচ্ছবি পড়েছে জলে,
অপূর্ব নৈসর্গিক দৃশ্য ফুটে ওঠে সমুদ্র তটে,
এই শোভা দেখতে সৈকতে লোক দলে দলে।