শৈশবে  কান ধরে দাঁড়িয়েছে সে বার বার,
শাস্তির ভয়ে ছুটে পালিয়েছে  এপার  ওপার,
মা-বাবাকে মুচলেখা দিয়ে ছাড়া  পেয়েছে  প্রতিবার।

সমাজের  পথে পেয়েছে তার নিজের পরিবার,
পুত্র-কন্যা নিয়ে তাদের  ভরপুর সংসার।

সময়ের সাথে সাথে শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, বৃদ্ধ সে আজ।  
স্মৃতিগুলো  ঘুরে ঘুরে আসে মনে  তার,
জীবন চক্রে ভূমিকার পরিবর্তন হয়েছে সবার।

সেদিনের শিশু, আজ তারা বৃদ্ধা-বৃদ্ধ,
মা -বাবা, আজ সে যেন শিশু সম।

ছেলে মেয়েকে হাত ধরে  শিখিয়েছিল হাঁটা,
আজ তারা  বাবা-মা কে হাত ধরে দিচ্ছে  দিশা,
আবার কখনো দিচ্ছে  পাঠ নিয়মানুবর্তিতার ।
আবার কখনো উচ্চস্বরে দিচ্ছে শাস্তির পূর্বাভাস,
আবার কখনো  বিলোচ্ছে পিতৃ-মাতৃসম উচ্ছাস।
এটা শুধু জীবন চক্রের খেলা,
সময় পরিবর্তনের খেলা,
ভূমিকা পরিবর্তনের খেলা,
শৈশব ও বার্ধক্যের খেলা।
মেনে নিলেই সংসারে খুশির ফোয়ারা।