ছাত্র জীবনের পথে দেখা হয়েছিল
সেই শ্যাম বর্ণা উজ্জল তরুণীর।

চোখের আলোয় হয়েছিল উদ্ভাসিত।
মনের আয়নায় পড়েছিল তার প্রতিচ্ছবি।
শ্রেণিকক্ষে সে ছিল  আমার সাথী।

জীবনের অনেক পথ হেঁটেছি সাথে।
কখনো আমি সাথী, সে সারথি,
কখনো সে সাথী, আমি সারথি,
কখনো করেছি নিজেকে সমর্পণ।
ভালোবাসার নৌকো কখনো এগিয়েছে ঝঞ্জায়,
কখনো এগিয়েছে শান্ত আবহায়ায়,
পথভ্রষ্ট হয়নি,
ডুবেও যায়নি এখনো।

তবুও মনে জাগে শঙ্কা,
পৌঁছেছি কি তার মনের কাছাকাছি?
পেরেছি কি মেনে না নিয়ে
মনে নিতে তাকে?
আজ এই হিসেব নাই বা করলাম।
পালহীন নৌকায় দুজনে মোরা সহযাত্রী ই রইলাম।