পূর্ব আকাশে উদয় হয়েছে  নতুন সূর্যের,
নতুন আলোর বারিধারায়  আজ আমরা স্নাত।

পুরনো স্বাধীনতার প্রস্তর ফলকে  
লেখা হয়েছে নতুন ভোরের  বাণী,
ঘোষিত হয়েছে ভেদাভেদহীন পৃথিবী।

অতীতকে বিদায় দিয়ে  লেখা হয়েছে নতুন স্তুতি।
ত্রিভুবনে আজ শুধু সাম্যের গান,
মানুষে মানুষে, নারী পুরুষে পেয়েছে সম অধিকার।

কোন ভয়ে ভীত নই মোরা আজ,
নতুন ভোরে সূর্য আজ  ধুয়ে দিয়েছে সব  অভিমান।

আট বছরের ছেলেটি,
আজ যায়নি চায়ের দোকানে কাজে,
আমি দেখেছি ফাঁকা ফুটপাতে চলেছে পথিকরা  হেঁটে,
আমি দেখেছি পল্টুরা আজ শোয়নি স্টেশনের প্লেট ফর্মে,
আমি দেখেছি পথ বাসিরা নেই পথের ধারে,
আমি ছুটে চলেছি জট মুক্ত সড়কে।

গর্বিত হলাম নতুন ভোরে এই  পরিবর্তন দেখে।

বই হাতে ছেলেটি এগিয়ে চলেছে পাঠশালার দিকে,
হকাররা দোকান খুলেছে  স্থায়ী আচ্ছাদনে,
পল্টুরা আজ শুয়েছে নিজ গৃহে ,
পথ বাসিরা পেয়েছে জায়গা স্থায়ী আবাসনে,
হকারমুক্ত সড়ক আজ মুক্ত যানজটে।
৭৮ বছরের স্বাধীনতা আজ ফিরেছে নতুন রূপে,
মহিলারা আজ নিরাপদ রাতের রাজপথে।

রাস্তায় নেই কোন মিছিল কাজের দাবিতে।
মনের স্বাধীনতা, আর্থিক সমতা, নারী স্বাধীনতা স্বীকৃত হয়েছে দেশে,
কেউ পরাধীন নই মোরা এই সোনার দেশে।