প্রকৃতির নিয়মে আসে নানা সাজে ঋতু,
বর্ষাকালে বানের তোড়ে ভেসে যায় সেতু।
গ্রীষ্মের তাপে জলাশয় যায় শুকিয়ে,
পথচারীরা প্রাণ বাঁচায় ছায়ার আশ্রয়ে।
শরতের আগমনে ধরণী হয় স্নিগ্ধ,
চারিদিকে ছড়িয়ে শিউলি ফুলের গন্ধ।
শারদীয়ার আগমনে চারিদিক ছায় আনন্দে,
সাদা কাশফুল দোলে দক্ষিণা বাতাসের ছন্দে।
হেমন্তে ক্ষেত ভরে সোনার ফসলে,
কৃষকের মুখে হাসি ফুটে সানন্দে।
শীতে কুয়াশায় পৃথিবী যায় ঢেকে,
বড়দিনে আনন্দ সান্তার উপহার থেকে।
শীত ও গ্রীষ্মের মাঝে আছে বসন্ত,
ঝিরঝিরে বাতাস প্রকৃতিকে করে শান্ত।
কোকিল গায় বসন্তের আগমনী গান,
ঋতুরাজ বসন্তে দেখা দেয় বাসন্তী সাজ।
গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা,
প্রকৃতিতে তাই লেগেছে রংয়ের ছোঁয়া।